Posts

একনজরে জামেয়া

নাম : জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, সুনামগঞ্জ। [একটি উচ্চতর ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান] অবস্থান: জেলা শহরের প্রাণকেন্দ্র সার্কিট হাউজের পশ্চিমে। প্রতিষ্ঠাকাল: ১৯৬৬ ইংরেজি। প্রতিষ্ঠাতা: শায়খ মাওলানা লুৎফুর রহমান বর্নভী রাহিমাহুল্লাহ। মুহতামিম:  শায়খ মাওলানা আব্দুল বছীর। শায়খুল হাদিস: শায়খ মাওলানা বদরুদ্দীন বিন ইসহাক চৌধুরী আল-মাদানি। শিক্ষাসচিব : মাওলানা হাফিজ সাইম আহমদ। উস্তাদ সংখ্যা:  ২৯ জন। ছাত্র সংখ্যা: প্রায় ৫০০ জন। আবাসিক ছাত্র সংখ্যা:  প্রায় ১৫০ জন। কর্মচারী সংখ্যা: ১ জন। মতাদর্শ : আহলে সুন্নাত ওয়াল জামাআত। লক্ষ্য-উদ্দেশ্য: * ইসলামি সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে উলুমে নববির প্রচার ও প্রসার। * ইসলামি তাহযিব ও তামাদ্দুনে শিক্ষার্থীদেরকে অভ্যস্ত করে গড়ে তোলা। * মানব ও মানবতার সেবার জন্য সুযোগ্য আলিম, মুহাদ্দিস, কারী, হাফিজ, বক্তা, লেখক ও দীনের দাঈ তৈরি করা। * দীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার সমন্বয় সাধন করে স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তোলা। * দীন ইসলাম, পবিত্র কুরআন ও মহানবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর অবমাননার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সব ধ